বাংলাদেশ নিয়ে গুজব: ভারত ছাড়াও চীন ও রাশিয়া
- By Jamini Roy --
- 08 December, 2024
বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর পেছনে শুধু ভারত নয়, চীন ও রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় "নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ" শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, "অনেকে বাংলাদেশকে আফগানি রাষ্ট্রে রূপান্তরের গুজব ছড়াচ্ছে। এসব প্রোপাগান্ডা বন্ধে তাদের বাংলাদেশে এসে বাস্তবতা দেখার আমন্ত্রণ জানাই।"
তিনি আরও বলেন, "ভারত ছাড়াও চীন ও রাশিয়া থেকে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে।"
বাংলাদেশে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, "শ্রম আইন সংস্কার ড. ইউনূসের অন্যতম প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।"
শ্রম আইন সংস্কারের পরই জাতীয় নির্বাচনের আয়োজন হবে বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, "সরকার সঠিক মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থাপনা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব উন্নয়নই বাংলাদেশের স্থিতিশীলতার প্রমাণ।"
প্রেস সচিব বলেন, "গুজব ছড়ানোর পরিবর্তে যারা সমালোচনা করছেন, তাদের উচিত দেশের মানুষের সঙ্গে কথা বলা এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানানো। বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় দেশ।"
প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে সঠিক পদক্ষেপের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
শফিকুল আলমের বক্তব্যে বাংলাদেশে গুজব বন্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্রম আইন সংস্কার থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা—সব ক্ষেত্রেই সরকারের ইতিবাচক ভূমিকার কথা উঠে এসেছে।